Thursday, April 9, 2009
থিম: অনুরহস্য গল্প/ রহস্য অনুগল্প নয়
মেথড: অটোরাইটিংপ্রজেক্ট : ডিস্ট্যাবিলাইজেসন অব ইনফিরিয়্যর সারকামস্ট্যান্স বাই মিনস অব র্যানডম ইউসেজ
অবজেক্ট: দোল দোল দোল, দে দোল স্যাম্পল
সিলেক্টেড: দীপঙ্কর, কোনও চোর কিংবা গাধার নাম নয়
কনসিকোয়েন্স: নট কনফার্মড, ইনভেস্টিগেসন অন ইন্টু
ন্যারেটিভ পার্ট: দিন দিন তিনি ঘেমে উঠছেন আর পাঁচটা প্ল্যাস্টিক বন্দী ধুতুরা ফুলের মতই। মোবাইলফোনে বিল-মেসেজ দেখে, শোবার আগে বউয়ের নাম জপ করেন, "প্লিজ, দেখ তুমি, আমার অজান্তে"। ঘুম থেকে উঠে, বাথরুমে না গিয়ে, দাঁত না মেজে, কাছাকাছি ঘোরাঘুরি করেন, টহলফোনে প্রি-ফিক্সড এলার্মে, রিসিভের কায়দায় ইংরেজি বলে নিজের গুরুত্ব বোঝাবার জন্য, পাশের দরজার অফিসারের কমবয়সী নতুন স্ত্রী, যিনি হায়ার সেকেন্ডারীতে সাহিত্য পত্রে লিখে পেয়েছেন সাড়ে তিন,বাড়িওয়ালার ছেলের বউ, যিনি অনার্স গ্র্যাজুয়েট, ফর্ম ফিলাপ করান, একে-তাকে ধরে, তাদের কাছে। যিনি পত্রিকা দিতে আসেন, তাকে। যিনি রান্না করতে আসেন, যিনি খালিহাতে আবর্জনা জমা করেন পুরসভার সবুজ, হলুদ, চৌকো আকার বাক্স ভাগাভাগি না করেই, তাকে। মা, যিনি সেকেন্ডারী স্কুলের বড়দিদিমণি হিসাবে বেতন পান, তাকেও। ছোট ভাই, যিনি কম্পূট্যারে সারাদিন মুখ গুজে, কাউকে-উঁকি-দিতে-দেব-না করেই ব্যাঙ্ক ব্যালান্স বাড়িয়ে নিচ্ছেন, তাকে নয়। সামনের ক্লাস টেনের ছাত্রটিকেও নয়। বটম লাইন!? সেটাই রহস্য। :সংসারে গৃহকত্রী, বিষয়টা বোঝেন, কিংবা করুণায় অবহেলা করেন, ঠিক বিল দিয়েও কানে টান খেলে 'ইগনোর দ্য মেসেজ'। তিনি নিজের সহধর্মীনী। নাকি অন্যদের মতই গুরুত্ব মাপেন। প্রকৃতপ্রস্তাবে, টাকা আসবে তাই বাস্তবে তিনি সংবাদপাঠিকা।____________________চাইলে,থিম-প্রজেক্ট পাল্টে দেয়া যায়____________________এটাও দেখতে পারেন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment