ঘুমের ভেতর জেগে উঠে উরুসন্ধিতে পাপঘুমের ভেতর জেগে উঠে উরুসন্ধিতে পাপবোঝেনা-এখনও-কিছুই শব্দমাঝি, যথেষ্ট বোঝে যে কলহঅথবা যে সমান্তরাল তাপ রেখেছিল, আজও লীনক্রিয়াবহুগামী বোবা ঘ্যাচঘোচ, আমি শুধুই রাখি ঢেকে ঢেকেসাথের ঝোলাটিকে, এই জেনেশুনে, বিড়াল বললে, তবেই বিড়াল বেরোবে, অন্যসম্ভাব্য ফাঁকা। এই পাশে শুয়ে সঙ্গম এবং আরো বর্ননা-প্রয়োজনহীন শরীর ঘেঁটেঘুটে, আক্ষেপ গভীর থেকে কুয়োর পেটে আটকে পড়ে ব্যাঙ ও মাছি। বিচ্যুতিহীন পরিধিপরিক্রমার ডাইনে-বায়ে মোড় জানাজানি করে গেছে শোক ও পাথরের দীর্ঘ পাশাপাশি উপস্থিতি। জ্যামিতি বিষয়ক জবাবের জন্য অপেক্ষা করে থাকি। হতাশা ঝেড়ে ফেলে ডুবে যাই বালি ও ঘামে'র চোরাগর্তে।
No comments:
Post a Comment