Thursday, April 9, 2009

যদি বল ভালবাসি

প্রবঞ্চক বিধায় কথা দেইনি তোমাকে, যাব বহুদূর অথবা মদ সঙ্গম সব প্রথানুগ, যুক্ত সম্মতি কোলাহলকাঁচুলি কিংবা অধিবাস, যেখানে ঐসব টানাপোড়ন,হাতে করে আনা নয়,আপেল টুকরো কি এখনও অপরাধশ্লা, আ কাট গ্লাস ফ্রেম, যদি আদপেই না বুঝি, ঠোঁট চুম্বন এবং কলহ উভয়ত, তোমার জন্য বিষ ও তীর। জিহ্বা আঠা আঠা রাখি সেই আড়াআড়ি, প্রচুর সাদাকালো মৃত্যু। এই প্রবঞ্চক, বিষাক্ত রক্তে মাখি শুদ্ধতার তবক কথা চাই, ভেঙেচুরে বাতিল লেখা ইস্তাহারে যাব বহুদূর

No comments:

Post a Comment