যদি বল ভালবাসি
প্রবঞ্চক বিধায় কথা দেইনি তোমাকে, যাব বহুদূর অথবা মদ সঙ্গম সব প্রথানুগ, যুক্ত সম্মতি কোলাহলকাঁচুলি কিংবা অধিবাস, যেখানে ঐসব টানাপোড়ন,হাতে করে আনা নয়,আপেল টুকরো কি এখনও অপরাধশ্লা, আ কাট গ্লাস ফ্রেম, যদি আদপেই না বুঝি, ঠোঁট চুম্বন এবং কলহ উভয়ত, তোমার জন্য বিষ ও তীর। জিহ্বা আঠা আঠা রাখি সেই আড়াআড়ি, প্রচুর সাদাকালো মৃত্যু। এই প্রবঞ্চক, বিষাক্ত রক্তে মাখি শুদ্ধতার তবক কথা চাই, ভেঙেচুরে বাতিল লেখা ইস্তাহারে যাব বহুদূর
No comments:
Post a Comment