Thursday, April 9, 2009


দ্বিতীয় অংশ-----------------পায়রার পায়ে অসুখ বাঁধো, যে সরুশিকলে তার নখে ক্ষত গভীর হয়নি,ঠোঁটে রাখে তবু গোপন সংবাদ, হাততালি আর শিষ দিলে উড়ে,চেপে ধরে ঋতু বদলের স্বাদ। বাতাস সে জানে ভালই গরর.........,কূটকুটান, এখানেই সংসার পাতনো হয়েছে,সঙ্গম -জন্ম গচ্ছিত। তারপরেও চলবে আবাহাওয়া নির্ণয়। আলাদা ক্রমভেদে, সমান্তরাল বাস্তুচ্যুত পরিযায়ী বাঁলিহাঁস আর আমাদের পায়রা,পালকের বিন্যাস। _____________________প্রথম পর্বের জন্য আন্দালীব এর 'শনিবারে লিখিত খসড়া'

No comments:

Post a Comment