Wednesday, June 17, 2009

সনাতন বর্নবিলোপ

১৬ ই জুন, ২০০৯ রাত ১১:১৬
শেয়ার করুন:

ভিতর দিকের শ্বাসবোধ কিছুটা মিথ্যাচারী হলেও, পাশকাটাবার ফাঁকে নীরব দর-দস্তুর: সন্তানের ধমনী টোপ রেখে কীট-সন্ত্রাস ছেঁটে ফেলার চেষ্টায় বাজি ধরে জিতে নিত ঝুল মাখা ঘুম। কিনারায় চলে যেতে যেতে সারিবদ্ধ পরিচিত চোখমুখ, হাত-পা, গন্ধ, ইশারা ও শব্দ গঠনে অলস ডুব দিয়ে যে দিন মৈথুন কিংবা মিথুন পার্থক্য নির্ণয়ে কেটেছে দীর্ঘ অপরাধ বঞ্চনার ক্লেশ, যুক্তি টোকা দিয়ে দিয়ে, এই বোঝা গেছে শেষে, নদী মাতৃক সভ্যতার চরে বসতি গড়ে ওঠে যেভাবে চাকার অভযোজন আমিও সেইমুখে রেখেছি সনাতন বর্নবিলোপ _________________________________এই ফুট নোটের সাথে উপরের সংযোগ আক্ষরিক সরাসরি নাই। এইটা বিজ্ঞাপনের পাতারপাশে কোটেশন মত, ফর্মা'র জায়গা ভরতে ।যার রাজনীতি নেই, সে ভুল,সে মৃত। যার রাজনীতি ভুল, সে জোচ্চোর শয়তান । রাজনীতি ও শয়তানের পাশাপাশি অবস্থান প্রলোভন,কিংবা তার পরিকল্পনা, সঠিক সংজ্ঞা নিরুপক।

No comments:

Post a Comment