০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:০৯
শেয়ার করুন:
যার রঙ শূন্য ও সাদা, তার পায়ে নখ, লম্বা হয়ে ছুঁয়ে গেছে কাঁপা রোদের সীমান্তরেখায়, ঠিক যার পরই আলোর মনস্তত্ব আলাদা। যে দূরে নড়ে নড়ে যায় চোখের পলক সন্ধীক্ষনের ফাঁকতালে, সেখানে ঘনত্ব উঠা-নামা করে, সেই ঘোসনা, ফিরতি চালে ভ্রূ বিচলন। সাবধানী সব মন্তব্য করতে গিয়ে,ছিটকনিতে আট-ঘাট, ভিক্ষা চেয়ে ফিরি'র আবহে ছল; মাধুর্য হারিয়েছে।
No comments:
Post a Comment