Wednesday, June 17, 2009

কাহিনী উপন্যাস

২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৯
শেয়ার করুন:
সূচনা: জন্ম দিয়েও বিরক্ত হননি মধ্যবিত্ত দম্পতিউ....মমমম। ভাতকাপড়। চাবিছড়া। বেবি লোশন।চশমা পড়ে থাকে টেবিলে, খাপ বিহীন।অনুশোচনা: সাফল্যের ব্যর্থতায় হতাশ উত্তরসূরী, তার নাড়িছেড়া আত্মীয়। ম....মমমমম।খুচরো গৃহস্থালী।ধারাপাত।মোমসংখ্যা।পাশবই ধরে রাখে বেশ কথা।ছাপানো এবং ছাপাঅযোগ্য। শেষবার চশমা ভেঙেগেছে , খাপ মুছে মনে রাখা।। বাঁ-পাশের নোট: জাফরি'র ভেতরদিয়ে যেকোনও বোধসংশ্লেষ নিলামের হাওয়ায় জমা বিক্রেতার, অভাব। হাতসাফাই। অথবা হাওয়ারই গতিমুখ।____________________________________প্রতিনাম:অভাব। হাতসাফাই। অথবা হাওয়ারই গতিমুখ।

No comments:

Post a Comment